বৃষ্টির জন্য নামাজ

0

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ॥ প্রচণ্ড খরতাপে পুড়ছে জনজীবন। রোদ আর গরমে অতিষ্ট জনজীবন। বৈশাখের অর্ধেক মাস পেরিয়ে গেলেও বৃষ্টির দেখা নেই। হাসফাঁস অবস্থা প্রাণীকূলের। বৃষ্টির অভাবে পুড়ছে ফসলের ক্ষেত। নেমে গেছে পানির স্তর। নলকুপে পানি নেই। পুকুর ও নদী শুকিয়ে চৌচির। এ অবস্থায় ঝিনাইদহের শৈলকুপা উপজেলার উত্তর মির্জাপুর গ্রামের মাঠে ইস্তিসকার নামাজ আদায় করেছেন গ্রামবাসী। মঙ্গলবার সকাল ৭ টার দিকে মির্জাপুর গ্রামের খোলা আকাশের নিচে ফাঁকা মাঠে নামাজ অনুষ্ঠিত হয়। নামাজ শেষে অনাবৃষ্টি থেকে মুক্তির জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করেন উত্তর মির্জাপুর জামে মসজিদের মাওলানা ইমাম মোহাম্মদ উল্যাহ। গ্রামবাসী পানির জন্য আল্লাহপাকের কাছে ক্রন্দন করেন। ইমাম মোহাম্মদ উল্যাহ বলেন, দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় মানুষ পানির জন্য খুব বিপদে আছে। বৃষ্টি বা পানির জন্য আল্লাহ সালাতের মাধ্যমে চাইতে বলেছেন।