টিকার ক্ষতস্থানে কী লাগানো হচ্ছে ?

0

স্টাফ রিপোর্টার ॥ যারা করোনা টিকা নিচ্ছেন তাদের ক্ষত স্থানে কোন কিছু লাগানোর নিয়ম নেই। তারপরও যশোর ২৫০ শয্যা হাসপাতালে সিরিজের কভার ছিঁড়ে অংশ বিশেষ লাগানো হচ্ছে ক্ষতস্থানে। জানা গেছে, করোনা টিকা দেয়ার সময় টিকা গ্রহণকারীদের শরীরে যে স্থানে ইনজেকশনের সিরিঞ্জ পুশ করা হচ্ছে সেখানে তুলা কিংবা কোন কিছুই লাগানোর নিয়ম নেই। এমনকি প্রথমদিকে টিকা দেয়ার সময় ইনজেকশনের সিরিঞ্জ পুশ করার ক্ষত স্থানে কাউকে তুলা কিংবা কোন কিছুই লাগানো হতো না। তখন বলা হতো শরীরের চামড়ার নিচে এ টিকা পুশ করা হয়, ওই স্থানে তুলা কিংবা কোন কিছু লাগানো হলে তা বের হয়ে যেতে পারে। তাই কিছুই লাগানো যাবে না। টিকা গ্রহণকারীদেরও এরপর কোন আপত্তি ছিল না। তারা ক্ষত স্থানে কোন কিছু না লাগিয়ে খুশি মনে চলে যেতেন। কিন্তু বর্তমানে প্রেক্ষাপট ভিন্ন। গতকাল যশোর ২৫০ শয্যা হাসপাতালের করোনা বুথ থেকে ১ হাজার ৩৬ জন করোনা টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন। তাদের অধিকাংশের ইনজেকশন পুশ করা স্থানে সিরিঞ্জের কভার ছিড়ে অংশ বিশেষ লাগিয়ে দেয়া হয়েছে। যা নিয়ে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। অনেকের অভিমত ক্ষত স্থানে তুলা দেয়া যেতো। এ ব্যাপারে হাসপাতালের তত্ত্বাবধায়ক দিলীপ কুমার রায়ের সাথে যোগাযোগ করা হলে তিনি দৈনিক লোকসমাজকে বলেন, ইনজেকশন পুশ করার স্থানে কোন কিছুই দেয়ার নিয়ম নেই। হাতও দেয়া যাবে না। তারপরও অনেকের শরীর থেকে রক্ত বের হতে পারে। সে জন্য কেউ কেউ প্রটেকশন দিতে চান। সে জন্য ইনজেকশনের কভারের অংশ বিশেষ ঁিছড়ে উল্টা পাশ লাগিয়ে দেয়া হয়। গতকাল একদিনই একটা বুথে সিস্টাররা দিয়েছেন। তবে সিরিঞ্জ কভাবের উল্টা পাশ জীবাণু মুক্ত। তা দেয়া যেতে পারে উল্লেখ করে তত্ত্বাবধায়ক দিলীপ কুমার রায় বলেন, সিরিঞ্জ কভারের উল্টা পাশ একটি নিরাপদ জিনিস। এটা দেয়া যাবে। তবে, তুলা দেয়া যাবে না। কারণ তুলার ভেতর জীবাণু থাকতে পারে। তুলা ময়লা জড়ায় বেশি বলে উল্লেখ করেন তিনি। সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন বলেন, সিরিঞ্জের ভেতর কভারের উল্টা পাশ শত ভাগ জীবাণু মুক্ত এটা দিতে কোন বাধা নেই। তুলাতে সব সময় ময়লা বা জীবাণু থাকতে পারে।