সংবাদ সম্মেলনে দোকান দখলের অভিযোগ

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরের পজিশন মূলে ক্রয়কৃত দোকান জোরপূর্বক দখল নেয়ার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী রাশেদুল হাসান।
গতকাল মঙ্গলবার প্রেসক্লাব যশোরে শহরের সিটি কলেজপাড়ার বাসিন্দা খুলনা বাসস্ট্যান্ড এলাকার সিরাজুল ইসলামের বিরুদ্ধে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ তোলেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, ১৯৮৫ সালে তার পিতা আব্দুল হামিদ, বারান্দীপাড়া মৌজার স্থানীয় শুকুর আলীর কাছ থেকে একটি দোকান ঘরের পজিশন ক্রয় করেন। তৎকালীন বাজার মূল্যে এককালীন ২৫ হাজার টাকা এবং মাসিক ২০০ টাকা ভাড়া চুক্তিতে ননজুডিশিয়াল স্ট্যাম্পে চুক্তিনামা সম্পাদক করা হয়। পিতার মৃত্যুর পর তিনিসহ অন্য দুই ভাই মঈনুল ইসলাম ও ডা. রাব্বি মাহমুদ ভোগ দখল করে আসছেন। শুকুর আলীর মৃত্যুর পর পুত্র সিরাজুল ইসলাম ভাড়া আদায় করে আসছেন। চুক্তি অনুযায়ী দ্বিতীয় পক্ষের সাথে আলোচনা সাপেক্ষে সাকিবুল রহমান নামের এক ব্যবসায়ী ভাড়া দিয়েছেন। কিন্তু দ্বিতীয় পক্ষের লোকজন ওই দোকান ঘরটি তালাবদ্ধ করে রেখেছে। ভাড়াটিয়া সাকিবুর রহমান ব্যবসা পরিচালনা করতে পারছেন না। এর আগেও দ্বিতীয় পক্ষ সিরাজুল ইসলাম তাদের বিভিন্ন সময় হুমকি-ধামকি ও ভয়ভীতি দেখিয়েছেন। যে কারণে তিনি আদালতে একটি মামলা দায়ের করেছেন। এমতাবস্থায় তিনি বিষয়টি সুষ্ঠু সমাধানে প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেন।