কোটির ঘরে ২০ নাটক

0

লোকসমাজ ডেস্ক॥শুরুটা ২০১৭ সালে। মিজানুর রহমান আরিয়ানের ‘বড় ছেলে’ নাটকের মধ্য দিয়ে দর্শকরা নতুন এক মেহজাবিনকে আবিষ্কার করে। নাটকের মধ্যে এটিই প্রথম ইউটিউবে কোটি ভিউর ঘর অতিক্রম করে। এই নাটকে অভিনেত্রী জুটি বাঁধেন জনপ্রিয় অভিনেতা অপূর্বর সঙ্গে। এরপর থেকে দর্শক ও নির্মাতাদের কাছে অন্য রকম আস্থা তৈরি করেন এই অভিনেত্রী। এদিকে নতুন খবর হলো এরইমধ্যে মেহজাবিন চৌধুরীর কোটি ভিউর নাটকের সংখ্যা এখন ২০টি। এই রেকর্ড এখন পর্যন্ত আর কারো নেই। তার উল্লেখযোগ্য নাটকগুলো হলো-‘বড় ছেলে’, ‘বুকের বাঁ পাশে’; ‘টম অ্যান্ড জেরি’; ‘ফটোফ্রেম’; ‘মিস্টার এন্ড মিস চাপাবাজ’; ‘ভাই প্রচুর দাওয়াত খায়’, ‘গোলাপি কামিজ’ প্রভৃতি।
এদিকে কোটির দ্বারপ্রান্তে আছে এই গ্ল্যামারকন্যার আরো ১৪টি নাটক। অভিনেত্রী তার এমন সাফল্য নিয়ে বেশ উচ্ছ্বসিত। নিজেই নিজের সঙ্গে বরাবরই প্রতিযোগিতা করেন বলে মন্তব্য করেন তিনি। একইসঙ্গে প্রতিটি চরিত্রকে চ্যালেঞ্জ হিসেবেই নেন বলে জানান। তার ভাষ্য, আজ যা পেয়েছি সেটি দর্শকের ভালোবাসার কারণেই। একজন শিল্পী ততদিন বেঁচে থাকেন যতদিন দর্শকরা তাকে ভালোবাসে। আমি তাদের প্রত্যাশা পূরণের জন্য সব সময় নতুন নতুন চরিত্রে অভিনয় করছি। নিজেকে প্রতিটি চরিত্রে ভাঙার চেষ্টা করি। এ ছাড়া আমি কারও সঙ্গে প্রতিযোগিতায় বিশ্বাসী নই। নিজের মতো কাজ করতে পছন্দ করি। লকডাউনে মেহজাবিন শুটিং থেকে দূরে আছেন। তবে লকডাউনের আগে ঈদের জন্য কয়েকটি নাটকের কাজ শেষ করেছেন তিনি।