যশোরে বোনের সাথে গোলাযোগে যুবতীর আত্মহত্যা

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে বোনের সাথে গোলাযোগ করে আফসানা আক্তার মিম (২৪) নামে এক যুবতী গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। সদর উপজেলার কিসমত নওয়াপাড়ায় এ ঘটনা ঘটে। সোমবার সকালে ঘরের দরজা ভেঙে তার লাশ উদ্ধার করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আফসানা আক্তার মিম কিসমত নওয়পাড়ার বাসিন্দা মঞ্জুর মেয়ে। ছয় মাস আগে শহরের পুরাতন কসবা ঘোষপাড়ার শেখ ইসতিয়াক আশিক নামে এক যুবকের সাথে তার বিয়ে হয়। বিয়ের পর থেকেই তিনি পিতার বাড়িতে অবস্থান করছিলেন। পারিবারিক সূত্র জানায়, মোবাইল ফোনের একটি মেসেজ নিয়ে গত রোববার রাতে আফসানা আক্তার মিমের সাথে তার ছোটবোন অর্পিতা মায়ার গোলাযোগ হয়। এরপর আফসানা আক্তার মিম নিজ ঘরে চলে যান। পরদিন সোমবার সকালে ডাকাডাকি করে কোনো সাড়াশব্দ না পেয়ে পরিবারের লোকজন ঘরের দরজা ভেঙে ভেতরে ঢোকেন। তারা এ সময় আফসানা আক্তার মিমকে ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলতে দেখতে পান।
কোতয়ালি থানা পুলিশের ওসি মো. তাজুল ইসলাম জানান, মোবাইল ফোনের একটি মেসেজ নিয়ে বোনের সাথে গোলাযোগ করে ওই যুবতী আত্মহত্যা করেছেন বলে তারা জানতে পেরেছেন। লাশ উদ্ধারের পর যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। সেখানে লাশের ময়নাতদন্ত করানো হয়েছে। এছাড়া এ ঘটনায় থানায় ইউডি মামলা হয়েছে।