তালায় রাজশাহী বিশ^বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে মাস্ক বিতরণ

0

তালা (সাতক্ষীরা) সংবাদদাতা ॥ করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে ও জনসচেতনতা বাড়াতে তালায় রাজশাহী বিশ^বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (রাবিআন) উদ্যোগে মাস্ক বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার তালা ডাক বাংলার সামনের সড়কে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। মাস্ক বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির সাতক্ষীরা জেলা শাখার সভাপতি অধ্যক্ষ এনামুল ইসলাম।
রাবিআন সাতক্ষীরা শাখার যুগ্ম আহবায়ক প্রভাষক সুতাপা রাহার সঞ্চালনায় বক্তব্য রাখেন বাকশিস কেন্দ্রীয় কমিটি যুগ্ম-সম্পাদক অধ্যক্ষ আব্দুর রহমান, তালা প্রেস ক্লাবের সভাপতি প্রণব ঘোষ বাবলু, রাবিআন সাতক্ষীরা শাখার সদস্য সচিব রমশহাবীব উস সালাম, যুগ্ম- আহবায়ক সহকারী অধ্যাপক নুরমহাম্মাদ পাড়, অধ্যক্ষ বিধান চন্দ্র সাধু, সহকারী অধ্যাপক প্রশান্তরায়, উপাধ্যক্ষ সফিকুল ইসলাম প্রমুখ।