যশোরে করোনায় আরও একজনের মৃত্যু : আক্রান্ত ৪৭ জন

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে করোনায় আরও একজন মৃত্যুবরণ করেছেন এবং ৪৭ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৬ হাজার ২১৫। যশোর সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, গত ২৪ ঘন্টায় এ জেলা থেকে সংগৃহীত ২০০টি নমুনার মধ্যে ৪৭ জনের করোনা পজেটিভ হয়। এর মধ্যে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে পরীক্ষিত ১৬১টি নমুনায় ৩৯ দেহে করোনা শনাক্ত হয়। এছাড়া যশোর ২৫০ শয্যা হাসপাতালে ৩৯টি অ্যান্টিজেন পরীক্ষায় ৮ জনের দেহে করোনা শনাক্ত হয়। গত ২৪ ঘন্টায় এ জেলায় করোনা আক্রান্ত হয়ে লক্ষ্মণ চন্দ্র পাল নামে এক ব্যক্তি মৃত্যুবরণ করেছেন। তিনি শহরের নীলগঞ্জ এলাকার বাসিন্দা।
এদিকে, গত ২৪ ঘন্টায় যশোরে করোনা আক্রান্ত ৪৭ জনের মধ্যে ৪৩ জন সদর উপজেলার। এছাড়া অভয়নগর উপজেলার ৩ জন এবং কেশবপুর উপজেলায় ৫১ জন রয়েছেন। গত ২৪ ঘন্টায় এ জেলা থেকে ১১৭ জনকে হোম কোয়ারেন্টাইনে এবং ৮ জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। যশোরে করোনা আক্রান্ত ৬২১৫ জনের মধ্যে সদর উপজেলায় ৪ হাজার ১১১ জন, অভয়নগরে ৫৯৫, শার্শায় ৩৬০, ঝিকরগাছায় ৩৪২, কেশবপুরে ২৮৬, মনিরামপুরে ২০১, চৌগাছায় ২০০ এবং বাঘারপাড়া উপজেলায় ১২০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ জেলায় করোনা আক্রান্ত মৃত্যুবরণকারী ৭০ জনের মধ্যে সদরে ৫৫ জন। শার্শায় ও অভয়নগরে ৪ জন করে কেশবপুরে, ঝিকরগাছায় ও চৌগাছায় ২ জন করে এবং বাঘারপাড়ায় ১ জন মৃত্যুবরণ করেছেন।