যশোরে করোনা উপসর্গে একজনের মৃত্যু : আক্রান্ত আরও ৪৫ জন

0

স্টাফ রিপোর্টার ॥ করোনাভাইরাসের উপসর্গ নিয়ে যশোরে আমজাদ হোসেন (৭৫) নামে এক ব্যক্তি মৃত্যুবরণ করেছেন। অপরদিকে গতকাল আরও ৪৫ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। যশোর ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. দিলীপ কুমার রায় জানিয়েছেন, হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ এপ্রিল রাত পৌনে ৯টার দিকে আমজাদ হোসে মৃত্যুবরণ করেছেন। প্রচন্ড জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে ১৮ এপ্রিল রাত ১১টার দিকে তাকে করোনা আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছিল। মৃত্যুর পর তার নমুনা সংগ্রহ করা হয়েছে।
এদিকে, গতকাল একদিনে যশোরে আরও ৪৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হতে ১শ’ ৮৩টি নমুনা পরীক্ষার রিপোর্ট আসে। এ রিপোর্টে ৩৯ জন এবং অ্যান্টিজেন পরীক্ষায় ৬ জন মিলে মোট ৪৫ জন করোনায় আক্রান্ত হন। আক্রান্তদের মধ্যে যশোর সদরে ৩৮ জন, অভয়নগরে ৩ জন, চৌগাছা ও ঝিকরগাছায় ২ জন করে ৪ জন রয়েছেন আক্রান্তের তালিকায়। এ নিয়ে জেলায় সর্বমোট ৬ হাজার ১শ’ ৬৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের ভেতর ৮৩ জনের মৃত্যু হয়েছে। ৫ হাজার ২শ’ ৬৭ জন সুস্থতা ফিরে পেয়েছেন। ৩০ জন হাসপাতালে ও ৮শ’ ২ জন আইসোলেশনে রয়েছেন। এ পর্যন্ত ৩৪ হাজার ৩শ’ ৩৫টি নমুনা পরীক্ষা হয়েছে বলে জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানিয়েছেন।