ফারিয়ার মনোযোগ

0

লোকসমাজ ডেস্ক॥এ প্রজন্মের আলোচিত নায়িকাদের মধ্যে অন্যতম নুসরাত ফারিয়া। সারা বছর দেশ ও দেশের বাইরে সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করে থাকেন। চলতি মাসেই বঙ্গবন্ধুর বায়োপিকের শুটিং করতে মুম্বই গিয়েছিলেন এ নায়িকা। এরপর কলকাতার দুইটি সিনেমায় শুটিং করার কথা ছিল ফারিয়ার। এরই মধ্যে করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করায় সেসব পরিকল্পনা ভেস্তে যায়। বর্তমানে অভিনয়ের বাইরে আছেন তিনি। মনোযোগ দিয়েছেন পড়াশোনায়। ফারিয়া জানান, আগামী মাসে তার ল’ ফাইনাল পরীক্ষা।
তাই পড়াশোনাতেই বেশি সময় দেয়ার চেষ্টা করছেন। তিনি বলেন, এই কঠিন সময়ে বাসায় থাকাটা জরুরি। আগে জীবন পরে জীবিকা। জীবন বাঁচলে কাজ অনেক করা যাবে। আমি বাসাতেই আছি। সবাইকে অনুরোধ করবো আপনারাও বাসাতেই থাকুন, সাবধানে থাকুন। স্বাস্থ্যবিধি মেনে চলুন। এদিকে সমপ্রতি করোনা সচেতনতা নিয়ে নির্মিত বিজ্ঞাপনে কাজ করেছেন ফারিয়া। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এ বিজ্ঞাপনটির নির্দেশনা দিয়েছেন মিয়াজী পাপন। বনানী, উত্তরা ও আশেপাশের এলাকায় এর দৃশ্যধারণ হয়েছে। ফারিয়া বলেন, এতে দর্শক আমাকে নতুনরূপে খুঁজে পাবেন। মানুষজন যাতে বাসায় থাকেন, স্বাস্থ্যবিধি মেনে চলেন- এ বিষয়টি বিজ্ঞাপনে উঠে এসেছে। এদিকে, ঈদের পর থেকে কাজ করার পরিকল্পনা করেছেন ফারিয়া। ‘বঙ্গবন্ধু’ সিনেমায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রে অভিনয় করছেন ফারিয়া। সেপ্টেম্বরে এর বাংলাদেশ পর্বের শুটিং শুরু হবে। এতে তিনিও অংশ নিবেন। সবশেষ, ফারিয়া অভিনীত ‘যদি কিন্তু তবুও’ সিনেমাটি জি-ফাইভে মুক্তি পায়। এতে তার বিপরীতে ছিলেন অপূর্ব।