ইউটিউব অ্যাপে এলো ভিডিও মানের নতুন সেটিংস

    0

    লোকসমাজ ডেস্ক॥আইওএস ও অ্যান্ড্রয়েড অ্যাপের জন্য নতুন আপডেট এনেছে ইউটিউব। ওই আপডেটে মোবাইল অ্যাপের জন্য ভিডিও মান সম্পর্কিত নতুন সেটিংস নিয়ে এসেছে প্রতিষ্ঠানটি।
    নতন আসা ‘হায়ার পিকচার কোয়ালিটি’ সেটিংসে ভিডিওকে যতোটা পরিষ্কার দেখানো সম্ভব, ততোটাই দেখবেন ব্যবহারকারীরা। কিন্তু এতে অন্যান্য অপশনের চেয়ে ডেটা খরচ বেশি হবে।
    আবার ‘ডেটা সেভার’ সেটিংস ব্যবহার করলে, ইউটিউবের মূল লক্ষ্য থাকবে অল্প ডেটা খরচে ভিডিও দেখানো। কিন্তু এতে ভিডিও মানে আপোস করতে হবে ব্যবহারকারীকে।
    আগে থেকে ইউটিউবের যে ভিডিও সেটিংসগুলো রয়েছে, নতুন সেটিংসগুলো সেগুলোর সঙ্গে যোগ হচ্ছে। যেমন আগে থেকেই, ইউটিউবে ‘অটো’ নামের সেটিংসটি রয়েছে যা ব্যবহারকারীর ইন্টারনেট সংযোগ অনুসারে ভিডিও মান ঠিক করবে। এ ছাড়াও ম্যানুয়ালি সর্বোচ্চ ৪কে এইচডিআর পর্যন্ত মানে ভিডিও দেখা যাবে।
    প্রযুক্তিবিষয়ক ব্লগ এনগ্যাজেট উল্লেখ করেছে, অ্যাপের এ ধরনের সেটিংসের বেলায় বৈশ্বিক কোনো সুনির্দিষ্ট রেজুলিউশন নেই।
    ৯টু৫গুগলের প্রতিবেদন বলছে, সার্ভার সাইড আপডেট হিসেবে ভিডিও মান সেটিংস নিয়ে এসেছে ইউটিউব। এটি পেতে অ্যাপের সর্বশেষ সংস্করণে আপডেট করে নেওয়ার কোনো দরকার পড়বে না।