জীবন জীবনের জন্য আসুন, সোমাকে সহায়তা করে রক্ষা করি একটি পরিবার

0

স্টাফ রিপোর্টার॥ যশোর সরকারি এমএম কলেজের ব্যবস্থাপনা বিভাগের মাস্টার্স শেষ বর্ষের মেধাবী ছাত্রী সোমা রায়। শহরের বেজপাড়ার ছায়াবীথি সড়কে তার বসবাস। মারণব্যাধি ব্রেইন টিউমারে আক্রান্ত হয়েছে সে। ডাক্তার বলেছেন যত দ্রুত সম্ভব অপারেশন করাতে হবে। প্রয়োজন ৫ লক্ষাধিক টাকার। এই টাকার জোগাড় করা কোনভাবেই সম্ভব না তাদের পক্ষে। হৃদ রোগে আক্রান্ত বাবা অশোক রায় যশোর শহরের ক্রোকারিজের দোকান জব্বার সুপার সপে সামান্য বেতনে চাকরি করেন। মা সবিতা রায় গৃহিণী।
অভাবী বাবা-মায়ের সংসারে পড়াশোনার পাশাপাশি পরিবারের দায়িত্ব পালন করে আসছিলো সোমা। পড়াশোনার পাশাপাশি সোমা নিয়মিত হোম টিউটর, দক্ষ কম্পিউটার প্রশিক্ষক এবং গ্রামীণ ফোন কাস্টমার কেয়ারের একজন সার্ভিসে কর্মরত ছিল। তার ছোট ভাই অয়ন এম এম কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেছে। সবমিলিয়ে সংসারের অবস্থা বড় নাজুক।
লকডাউন চলমান। বাবা বসে। সোমার টিউশনি নেই, চাকরি নেই। এরই মধ্যে ধরা পড়া ব্রেইন টিউমার।
এই মহামারি করোনার থাবায় সবকিছুর গতি এখন মন্থর। গোটা দেশ এখন অসুস্থ। তারপরও অনুরোধ যার যতটুকু সম্ভব তিনি ততটুকু দিয়েই সোমার পাশে দাঁড়াবেন। তা হলে হয়তো বাঁচবে সোমা-বাঁচবে ওই পরিবারটিও।
সোমাকে সাহায্য পাঠাতে পারেন, ১৬৩১৫১০১৯৫৯৮৪ (ডাচ্ বাংলা ব্যাংক-নিজস্ব একাউন্ট)
০১৯৪১৩৪৬৩৪৪ (বিকাশ/নগদ) অথবা ০১৯৪১৩৪৬৩৪৪ (৫)(রকেট)। প্রয়োজনে কথা বলতে পারেন-০১৯২৬৯৪৫৪৭৫ (সবিতা রায়, সোমার মা)