লোহাগড়ায় প্রবাসীর স্ত্রীকে শ্লীলতাহানিসহ মারধরের অভিযোগে মামলা

0

লোহাগড়া (নড়াইল) সংবাদদাতা ॥ লোহাগড়া উপজেলার আড়পাড়া গ্রামে মালয়েশিয়া প্রবাসী এক ব্যক্তির শ্লীলতাহানিসহ মারধরের অভিযোগে মামলা হয়েছে। এজাহার ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, নোয়াগ্রাম ইউনিয়নের আড়পাড়া গ্রামের বাসিন্দা মালয়েশিয়া প্রবাসীর স্ত্রীকে এক গৃহবধু (২৬) আড়পাড়া গ্রামের বাজু শেখের ছেলে মামুন শেখ দীর্ঘদন ধরে উত্ত্যক্ত করে আসছিলেন। গত ১৭ এপ্রিল বেলা সাড়ে ১১ টার দিকে ওই গ্রামের তৈফুর শেখ, মামুন শেখ, রবিউল, হাফিজুর মোল্যা,শমসের মোল্যা,আজিবর মোল্যা,আনু মেখ, বিপুল মোল্যা, মিন্টু মোল্যা রামদা, ছ্যানদা, লাঠি, লোহার রড, হাতুড়ি নিয়ে পূর্ব পরিকল্পনা মোতাবেক প্রবাসীর বসতবাড়িতে চড়াও হয়ে গালিগালাজ করে। এসময় প্রতিবাদ করলে দুর্বৃত্তরা প্রবাসীর স্ত্রীকে মারধর করে। দুর্বৃত্তরা এসময় প্রবাসীর স্ত্রীকে হত্যার চেষ্টাসহ শ্লীলতাহানি ঘটায় ও স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেয়। গ্রামবাসী জখম অবস্থায় প্রবাসীর স্ত্রীকে উদ্ধার করে লোহাগড়া হাসপাতালে ভর্তি করে।
এঘটনায় নির্যাতিতা ওই নারী অভিযুক্তদের বিরুদ্ধে লোহাগড়া থানায় ২০ এপ্রিল মামলা করেছেন। লোহাগড়া থানার অফিসার ইনচার্জ সৈয়দ আশিকুর রহমান এ বিষয়ে বলেন, আসামি গ্রেফতারের জন্য পুলিশ জোর তৎপরতা চালাচ্ছে।