ভোক্তা অধিকারের অভিযান খাজুরায় ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

0

খাজুরা (যশোর) সংবাদদাতা॥ মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, ট্রেড লাইসেন্স জটিলতা ও মূল্য তালিকা না থাকায় যশোরের খাজুরা বাজারে ছয় প্রতিষ্ঠানকে দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল শনিবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর নিত্যপ্রয়োজনী পণ্যের বাজার মূল্য নিশ্চিত করতে এই অভিযান পরিচালনা করে। সকাল থেকে দুপুর পর্যন্ত চলা এ অভিযানে জেলা কার্যালয়ের সহকারী পরিচালক খালিদ বিন ওয়ালিদ ছাড়াও কৃষি বিপণন অধিদপ্তর যশোরের মাঠ ও বাজার পরিদর্শক মোহাম্মদ কুতুব উদ্দীন, ক্যাবের সদস্য আব্দুর রাকিবসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোরের সহকারী পরিচালক খালিদ বিন ওয়ালিদ জানান, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি ও মূল্য তালিকা না থাকায় মোল্যা ট্রেডার্সে দেড় হাজার, আহম্মদ স্টোরে দেড় হাজার, ট্রেড লাইসেন্স জটিলতায় সুমি ইলেকট্রনিক্সে এক হাজার টাকা, মূল্য তালিকা না থাকায় চন্ডিপুর কৃষি ভান্ডারে দুই হাজার, জয়েন্ট ট্রেডার্সে দুই হাজার এবং অসিত স্টোরে দুই হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান চলাকালে বাজারের সকল মুদি, চাল, মুরগি ও মাংসের দোকানে হালনাগাদ মূল্য তালিকা প্রদর্শন করা এবং ন্যায্যমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি করার নির্দেশনা দেওয়া হয়।