আগুনে ক্ষতিগ্রস্তদের উপযুক্ত ক্ষতিপূরণ দেয়ার দাবি ড. মাসুদের

0

লোকসমাজ ডেস্ক॥রাজধানীর পুরান ঢাকার আরমানিটোলায় কেমিক্যাল গোডাউনের আগুনে ক্ষতিগ্রস্তদের উপযুক্ত ক্ষতিপূরণ দান ও আহতদের বিনামূল্যে যথাযথ চিকিৎসাসেবা নিশ্চিত করার দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ। একইসাথে তিনি বলেছেন, রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ধারাবাহিকভাবে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। আমাদের দেশে অগ্নি নির্বাপনে এখনো সর্বাধুনিক প্রযুক্তির ব্যবহার নেই। দুর্গতদের দ্রুত চিকিৎসা ও পূনর্বাসনের ব্যবস্থাও নেই। যা এক ধরনের রাষ্ট্রীয় দায়িত্বহীনতা।
আরমানিটোলায় কেমিক্যাল গোডাউনে আগুনেদগ্ধদের দেখতে তিনি শনিবার রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে যান। এ সময় তিনি এসব কথা বলেন।
একইসাথে এ জাতীয় অনাকাঙ্ক্ষিত ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ী সংশ্লিষ্ট ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি ও দুর্ঘটনার স্থায়ী সমাধানের জন্য সরকারের প্রতি আহ্বান জানান ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।
এ সময় তার সাথে ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মু. দেলাওয়ার হোসাইনসহ জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতারা।
এ সময় তারা অগ্নিদগ্ধে আহত ও ক্ষতিগ্রস্তদের চিকিৎসাসহ সার্বিক খোঁজখবর নেন ও অগুনে পুড়ে মৃতদের রূহের মাগফেরাত ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করে মহান আল্লাহ রাব্বুল আলামীনের কাছে দোয়া করেন।