করোনায় আরো ৮৩ জনের মৃত্যু

0

লোকসমাজ ডেস্ক॥করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৮৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় প্রাণ হারালেন মোট ১০ হাজার ৯৫২ জন। এই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছে ২ হাজার ৬৯৭ জন। শনিবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ২০ হাজার ৫৭১টি। গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ২৬৯৭ জন নিয়ে দেশে এখন পর্যন্ত শনাক্ত হয়েছেন মোট ৭ লাখ ৪২ হাজার ৪০০ জন।পরীক্ষার অনুপাতে শনাক্তের হার ১৩ দশমিক ১১ শতাংশ।