রাজধানীতে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ

0

লোকসমাজ ডেস্ক॥রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসায় এক নারীকে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। নিহতের মোছা. উমামা বেগম কনক (৪০)।
শুক্রবার (২৩ এপ্রিল) রাতের কোনো এক সময় ওই নারীকে ছুরিকাঘাত করে পালিয়ে যান তার স্বামী। রাত পৌনে ১২টার দিকে গুরুতর আহত অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোর সাড়ে ৫টার দিকে তাকে মৃত ঘোষণা করে।
রুমা বেগম নিহতের এক আত্মীয় বলেন, রাতে আমরা কনককে বাসার রুমে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে ঢামেকে নিয়ে যাই। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুর বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া।
তার অভিযোগ, নিহতের স্বামী ওমর ফারুক তাকে শরীরের বিভিন্ন জায়গায় ছুরিকাঘাত করে পালিয়ে গেছে।
মিরপুর ডিওএইচএস ৭৪৩ নম্বর বাসার ৩/ডি ফ্ল্যাটে ভাড়া থাকতেন এই দম্পতি।
পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মিরপুর ডিওএইচএস থেকে ছুরিকাঘাতে গুরুতর আহত অবস্থায় ঢামেকে আনা ওই নারী চিকিৎসাধীন অবস্থায় ভোর সাড়ে ৫টার দিকে মারা যান। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
এ বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা করছে পুলিশ।