বাগেরহাট হাসপাতালে আইসিইউতে তিনটি বেড প্রদান

0

বাগেরহাট সংবাদদাতা ॥ বাগেরহাট ডেডিকেটেড করোনা হাসপাতালের আইসিইউতে তিনটি বেড প্রদান করেছেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময়। শুক্রবার বিকেলে বাগেরহাট সদর হাসপাতালের ১৫০ শয্যা ভবনের তিনতলায় আনুষ্ঠানিকভাবে এই আইসিইউ বেডের উদ্বোধন করা হয়। এসময় বাগেরহাট জেলা প্রশাসক আ.ন.ম ফয়জুল হক, পুলিশ সুপার কে এম আরিফুল হক, সিভিল সার্জন ডা. কে এম হুমায়ুন কবির, বাগেরহাট পৌরসভার মেয়র খান হাবিবুর রহমান, বাগেরহাট সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. ভুইয়া হেমায়েত উদ্দিন, বিএমএ বাগেরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. মো. মোশাররফ হোসেন, সংসদ সদস্য শেখ তন্ময়ের একান্ত সচিব এইচএম শাহিন প্রমুখ উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে বাগেরহাট পৌরসভার মেয়র খান হাবিবুর রহমান করোনা হাসপাতালে আরও একটি আইসিইউ বেড দেওয়ার ঘোষনা করেন।
বাগেরহাটের জেলা প্রশাসক আ.ন.ম ফয়জুল হক বলেন, বাগেরহাট সদর হাসপাতালসহ জেলার কোথাও আইসিইউ বেড ছিল না। বাগেরহাটের করোনা হাসপাতালে আইসিইউ শয্যা সংযোজিত হওয়ায় করোনা রোগীদের চিকিৎসায় যুগান্তকারী ভূমিকা রাখবে।