যশোরে ছাত্রহিন্দু মহাজোটের রক্তদান কর্মসূচি পালন

0

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ জাতীয় ছাত্র হিন্দু মহাজোট যশোর জেলা শাখার উদ্যোগে রক্তদান কর্মসূচি পালিত হয়েছে। রেডক্রিসেন্ট সোসাইটির মিলনায়তনে গতকাল সকালে এ কর্মসূচি পালন করা হয়। পুলিশ ইন্সপেক্টর সুমন ভক্ত কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় এসআই সাব্বির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সচিব রনজিত দাস গোপিকান্ত সরকার, সংগঠনের সাধারণ সম্পাদক সজল দাস, যুগ্ম সম্পাদক সৌরভ ঘোষ, সৌরভ সাহা, অমিত সরূপ প্রমুখ বক্তব্য রাখেন। সংগঠনের কেন্দ্রীয় নেতা পলাশ কান্তি ঢাকা থেকে অনলাইনে ভার্চুয়াল বক্তব্য রাখেন। পরে রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। সংগঠনের সদস্যবৃন্দ স্বাস্থ্যবিধি মেনে রক্তদান করেন। জাতীয় হিন্দুছাত্র মহাজোট যশোর জেলা শাখার সভাপতি স্বর্গপাল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।