নাভারনে লকডাউনের মধ্যে সড়ক দুর্ঘটনায় মা ছেলে নিহত, আহত ১

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরের শার্শা উপজেলার নাভারন মোড়ে লকডাউনের মধ্যে মাটি বহনকারী ট্রলারের ধাক্কায় মা ও ছেলে নিহত এবং শিশু কন্যা গুরুতর আহত হয়েছে। এতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। গতকাল সকালে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছেন, ঝিকরগাছা উপজেলার শিয়ালঘোনা গ্রামের কফিলউদ্দিনের স্ত্রী সবুরা বেগম (৬০), তার পুত্র শরিফুল ইসলাম (৩৫)। এ ঘটনায় আহত শরিফুল ইসলামের কন্যা রাইসা (৬) হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। নিহতের স্বজন রাড়িপুকুর গ্রামের হেনা বেগম জানিয়েছেন, সাতক্ষীরার কলারোয়া উপজেলার ভবানীপুর মেয়ে ঝর্ণা খাতুনের বাসা থেকে কাল সকাল সাড়ে ৯টার দিকে সবুরা বেগম ও রাইসাা শরিফুল ইসলামের মোটর সাইকেলযোগে বাড়িতে ফিরছিলেন। মোটরসাইকেলটি শার্শার নাভারন বাজারস্থ সাতক্ষীরা মোড়ে পৌঁছুলে মাটি বহনকারী একটি ট্রলি মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে সুবরা বেগম, ছেলে শরিফুল ইসলাম ও তার কন্যা রাইসা গুরুতর আহত হন। আহতদের বেলা সাড়ে ১১টার দিকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হলে কিছুক্ষণ পর সবুরা বেগম ও শরিফুল ইসলাম মারা যান। আহত শিশু রাইসা হাসপাতালে ভর্তি রয়েছে। তার দু’পা ও হাত ভেঙ্গে গেছে। অবস্থা গুরুতর বলে কর্তব্যরত ডা. সালাহ উদ্দিন জানিয়েছেন। দুর্ঘটনায় মা ও ছেলের মৃত্যুর ঘটনায় এলাকার শোকের ছায়া নেমে আসে। এলাকার শত শত লোক নিহত মা ও ছেলে ও আহত শিশু রাইসাকে এক নজর দেখার জন্যে আসেন।