খড়কিতে মারপিটের ঘটনায় ৪ জনের বিরুদ্ধে মামলা

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরের খড়কি কলাবাগান এলাকায় মারপিট ঘটনায় গত বুধবার রাতে কোতয়ালি থানায় মামলা হয়েছে। ৪ জনকে আসামি করে মামলাটি করেছেন ওই এলাকার মো. শাহাজাহানের ছেলে কামরুল হাসান বিপ্লব (৪০)।
আসামিরা হলেন, খড়কি কলাবাগান এলাকার মৃত নজির মিয়ার ছেলে মনু মিয়া (৩৫) ও তার ছেলে পলাশ (২৭), আবুল বাশার ওরফে কানা বাশার (৬৫) ও তার ছেলে তুহিন (৩৫)।
কামরুল হাসান বিপ্লবের অভিযোগ, আসামিরা এলাকায় মাদক কেনাবেচা করেন। ফলে এলাকার পরিবেশ নষ্ট হওয়ার আশংকায় তিনি তাদেরকে মাদক বিকিকিনি করতে নিষেধ করেছেন। তা সত্বেও তারা এলাকায় মাদক বিক্রি করার কারণে তার সাথে শত্রুতার সৃষ্টি হয়। এর জের ধরে গত ২০ এপ্রিল বেলা ১১ টার দিকে এম এম কলেজের দক্ষিণগেটস্থ জনৈক কালুর চায়ের দোকানের সামনে পেয়ে আসামিরা তার ওপর চড়াও হন। তারা এ সময় তাকে লাঠিসোটা দিয়ে মারপিট করলে তার চিৎকার চেঁচামেচি শুনে স্ত্রী সাবিনা আক্তার তিশা (২৮) ও মামি সুফিয়া বেগম (৫৫) ছুটে আসেন। হামলাকারীরা তাদেরকেও মারপিট করেন। পরে আশেপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা হুমকি ধামকি দিয়ে চলে যান। এ ঘটনার পর তারা হাসপাতাল থেকে চিকিৎসা গ্রহণ করেন।