গিলাতলায় ড্রেন পরিস্কার না করার কারণে জলাবদ্ধতা

0

ফুলবাড়ীগেট (খুলনা) সংবাদদাতা ॥ খুলনা নগরীর খানজাহান আলী থানাধীন গিলাতলা দক্ষিণপাড়ায় ড্রেনেজ ব্যবস্থা না থাকায় হালিম খানের মোড় থেকে হাবিব মাওলানার বাড়ি পর্যন্ত শুকনো মৌসুমেও পানিবন্দি হয়ে পড়েছে শত শত পরিবার। জাফর খানের বাড়ি সংলগ্ন স্থান থেকে ভৈরব নদ পর্যন্ত ড্রেনটি এক যুগেরও বেশি সময় ধরে পরিস্কার না করার কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে।
এলাকাবাসীরা জানান, শিরোমনি বিসিক শিল্প এলাকার হ্যামকো ব্যাটারি ও মবিল কোম্পানিসহ বিভিন্ন কলকারখানার দূষিত পানি নদীতে যেতে না পেরে চলাচলের রাস্তা তলিয়ে বিভিন্ন বসতবাড়িতে ঢুকে পড়েছে। এর ফলে ছড়িয়ে পড়ছে নানা রোগ জীবাণু। তারা অবিলম্বে ড্রেন পরিস্কারের জোর দাবি জানিয়েছেন। অন্যথায় বর্ষাকালে তাদেরকে অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হবে। এ ব্যাপারে আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মনিরুল ইসলাম বলেন, এলাকাবাসীর দেয়া অভিযোগ পেয়েছি। দ্রুত ব্যবস্থা নেয়া হবে।