ভুয়া ফেসবুক আইডি খোলার তীব্র নিন্দা ও প্রতিবাদ ডা. তাহেরের

0

লোকসমাজ ডেস্ক॥বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মোঃ তাহের তার নামে ভুয়া ফেসবুকসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে আইডি খুলে অসত্য, অবান্তর ও বিভ্রান্তি সৃষ্টিকর পোস্ট দেয়ার প্রতিবাদ জানিয়েছেন। তিনি এ ধরনের চর্চা বন্ধ করার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান।
বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।
তিনি তার বিবৃতিতে বলেন, “আমি লক্ষ্য করছি যে, কেউ কেউ ‘ফেসবুক’সহ বিভিন্ন সামাজিক মাধ্যমে আমার নামে আইডি খুলে অসত্য, অবান্তর এবং বিভ্রান্তি সৃষ্টি করে এমন ধরনের পোস্ট দিচ্ছেন, যা খুবই দুঃখজনক।
উল্লেখ্য যে, আমার একমাত্র অফিসিয়াল ভেরিফাইড ফেইসবুক পেইজটি হল “https://www.facebook.com/drabdullahtaher”। এটি ছাড়া আমার নামে খোলা আর সকল আইডি ফেইক।
আমি পরিষ্কার ভাষায় ঘোষণা করছি যে, এ সমস্ত আইডি বা পোস্টের সাথে আমার ন্যূনতম কোনো সম্পর্ক নেই। আমি কাউকে আমার নামে কোনো পেইস খোলার অনুমতি দেইনি। এ ধরনের চর্চা বন্ধ করার জন্য আমি সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করছি এবং এদেরকে বর্জন করার জন্য সকলের প্রতি আহবান জানাচ্ছি।” ]
প্রেস বিজ্ঞপ্তি