ঝিকরগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি,ইউএনওসহ করোনা আক্রান্ত

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা ॥ ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। বুধবার সকালে সরেজমিনে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেখা গেছে, কোথাও স্বাস্থ্যবিধি মানার বালাই নেই। টিকিট কাউন্টার, জরুরি বিভাগসহ করোনা টিকা প্রয়োগ সেন্টার গুলোর কোথাও মানুষের শারীরিক দূরত্ব নেই। সব স্থানেই উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে। এদিকে দিনদিন ঝিকরগাছায় করোনা পজিটিভের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। গত ১৪ থেকে ২১ এপ্রিল দেশব্যাপী লকডাউনের এক সপ্তাহ ইতোমধ্যে পার হয়েছে। এক সপ্তাহে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে ৪৩ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ২১ এপ্রিল পর্যন্ত ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরাফাত রহমানসহ ২০ জনের শরীরে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাবিবুর রহমান জানিয়েছেন, নমুনা সংগ্রহ করে পাঠানোদের মধ্যে গত ১৫ এপ্রিল ২ জন, ১৭ এপ্রিল ৩ জন, ১৮ এপ্রিল ৫ জন, ১৯ এপ্রিল ৪ জন ও ২০ এপ্রিল ৬ জনের শরীরে করোনা পজিটিভ এসেছে। আক্রান্ত সকলেই ১৪ দিন করে নিজ নিজ বাসায় কোয়ারেন্টিনে রয়েছেন বলেও জানিয়েছেন তিনি।