ঝিনাইদহে করোনায় ওষুধ কোম্পানির কর্মকর্তার মৃত্যু

0

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥ ঝিনাইদহে করোনা ভাইরাসে এভারেস্ট ফার্মাসিটিক্যাল কোম্পানি রাজশাহীর ডিপো ম্যানেজার ওমর ফারুকের (৪০) মৃত্যু হয়েছে। তিনি শৈলকুপা উপজেলার উলুবাড়িয়া গ্রামের মকবুল হোসেন মন্ডলের ছেলে। বুধবার ভোরে ঝিনাইদহ সদর হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই নিয়ে গত ১০দিনে করোনা ভাইরাসে ১১ জনের মৃত্যু হলো। এদিকে গত ২৪ ঘন্টায় ৬৭টি নমুনা পরীক্ষা করে ৯ জনের শরীরে করোনা ভাইরাস ধরা পড়েছে। এর মধ্যে ঝিনাইদহ সদর উপজেলায় ৮ জন ও কালীগঞ্জ উপজেলায় একজন আক্রান্ত হয়েছে।