চৌগাছায় হার্ভেস্টারে ধান কাটা কার্যক্রমের উদ্বোধন

0

চৌগাছা (যশোর) সংবাদদাতা ॥ যশোরের চৌগাছায় কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় প্রণোদনার কম্বাইন্ড হার্ভেস্টার দিয়ে ধান কাটা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বুধবার চৌগাছা উপজেলার নারায়ণপুর ইউনিয়নের চাঁদপাড়া গ্রামের দর্গা মাঠে এই ধান কাটা কার্যক্রমের উদ্বোধন করা হয়। এ উপলক্ষে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর জিসিবি আদর্শ কলেজ মাঠে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোস্তানিছুর রহমান। প্রধান অতিথির বক্তৃতা করেন কৃষি সম্প্রসারণ অধিদফতরের যশোর অঞ্চলের অতিরিক্ত পরিচালক জাহিদুল আমিন। বিশেষ অতিথির বক্তৃতা করেন কৃষি সম্প্রসারণ অধিদফতর যশোরের উপ-পরিচালক বাদল চন্দ্র বিশ্বাস, চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রকৌশলী এনামুল হক, অতিরিক্ত উপ-পরিচালক দিপঙ্কর বিশ্বাস ও কৃষি প্রকৌশলী সুজা উল হক। উপজেলা কৃষি কর্মকর্তা রইচ উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন প্রণোদনার হাভেস্টার প্রাপ্ত কৃষক সিরাজুল ইসলাম, কৃষক শুকুর আলী প্রমুখ। উদ্বোধনকালে ৩৫ মিনিটে চাঁদপাড়া গ্রামের কৃষক শুকুর আলীর ২৫ কাঠা জমির ধান কাটা হয়।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এসএম হাবিবুর রহমান, চৌগাছা প্রেসক্লাবের সাধারণ স¤পাদক প্রভাষক অমেদুল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আব্দুল্লাহ আল মামুন, মিজানুর রহমান প্রমুখ।