লকডাউনে বাগেরহাটে দেড় লক্ষাধিক টাকা জরিমানা

0

বাগেরহাট সংবাদদাতা ॥ লকডাউনে বাগেরহাটে স্বাস্থ্যবিধি না মানায় ১৮৯ জনকে এক লাখ ৫১ হাজার ৮’শ টাকা জরিমানা করা হয়েছে। গত ১৪ এপ্রিল থেকে ১৯ এপ্রিল রাত পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় ৪৩টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই জরিমানা আদায় করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার পাশাপাশি স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে মাস্ক বিতরণসহ নানা সচেতনতামূলক কার্যক্রম চালু রয়েছে।
বাগেরহাট জেলা প্রশাসক আ.ন.ম ফয়জুল হক বলেন, লকডাউনের শুরু থেকে মানুষকে ঘরে রাখতে এবং স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। জনগণকে সচেতন করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে মাস্ক বিতরণ, মাইকিংসহ নানা ধরণের সচেতনতামূলক কার্যক্রম চালু রয়েছে। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান জেলা প্রশাসক।