রোগী রেফার্ড করায় চিকিৎসককে মারপিট রাস্তায় মৃত্যু প্রসূতি ও নবজাতকের

0

তালা (সাতক্ষীরা) সংবাদদাতা ॥ সাতক্ষীরার তালায় অন্তঃস্বত্তা রোগীকে খুলনায় রেফার্ড করায় দুই চিকিৎসককে মারপিট করেছে রোগীর স্বজনরা। এরপর খুলনায় নেয়ার পথে মৃত্যু হয়েছে ওই রোগী ও তার নবজাতক সন্তানের। গতকাল সকালে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে।
তালা থানার ওসি মেহেদী রাসেল বলেন, সকালে তালার খলিলনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামের শাহাবুদ্দিন সরদারের গর্ভবতী স্ত্রী দিনা বেগম (৩০) কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, রোগীর ব্লাড প্রেসার ক্রমাগত কমতে থাকায় উন্নত চিকিৎসার জন্য বিকেলে খুলনায় রেফার্ড করা হয়। এতে রোগীর স্বজনরা উত্তেজিত হয়ে হাসপাতালে কর্তব্যরত ডা. অতুন্য ঘোষ ও ডা. ফারহা ফেরদৌসীকে শারীরিকভাবে লাঞ্ছিত করে। হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে এখবর পেয়ে পুলিশ সাথে সাথে হাসপাতালে গিয়ে পরিস্থিতি শান্ত করে।
সাতক্ষীরার সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়াত জানান, তালায় ভর্তি হওয়া গর্ভবতী রোগীর ব্লাড প্রেসার ও অক্সিজেন আশংকাজনকহারে কমতে থাকায় উন্নত চিকিৎসার জন্য খুলনায় যাওয়ার পরামর্শপত্র দিলে না বুঝেই রোগীর স্বজনরা কর্তব্যরত চিকিৎসকদের মারপিট করে। পরে ওই রোগীতে খুলনায় নেয়ার সময় পথে সন্তান প্রসব করে। এবং এর পরপরই নবজাতক ও মা মারা যান। পরে ওই স্বজনরা ফের হাসপাতালে উত্তেজনার সৃষ্টি করলে পুলিশ তা প্রতিহত করে।