যুদ্ধক্ষেত্র পরিদর্শনে গিয়ে নিহত চাদের প্রেসিডেন্ট

0

লোকসমাজ ডেস্ক॥যুদ্ধক্ষেত্র পরিদর্শনে গিয়ে নিহত হয়েছ আফ্রিকার দেশ চাদের প্রেসিডেন্ট ইদরিস দেবি (৬৮)। মঙ্গলবার দেশটির সেনাবাহিনী এ তথ্য জানিয়েছে।
আফ্রিকার সাহিল অঞ্চলে ইসলামপন্থিদের বিরুদ্ধে লড়াইয়ে ফ্রান্স ও যুক্তরাষ্ট্রের গোড়া মিত্র ইদরিস ১৯৯০ সালে ক্ষমতা দখল করেন। সোমবার ষষ্ঠবারের মতো তিনি দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হন।
সেনাবাহিনীর মুখপাত্র জেনারেল আজিম বেরমান্দোয়া আগৌনা রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে বলেছেন, যুদ্ধক্ষেত্রে দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে গিয়ে জীবন দিয়েছেন ইদরিস দেবি।
নির্বাচন চলাকালে দেশের উত্তরাঞ্চলে হামলা চালিয়েছিল বিদ্রোহীরা। গত রোববার বিদ্রোহীদের বিরুদ্ধে নিজের সেনাদের নেতৃত্ব দেন ইদরিস। নির্বাচনে জয়ের পর মঙ্গলবার ওই এলাকা পরিদর্শনে গিয়েছিলেন তিনি।
সেনাবাহিনী জানিয়েছে, ইদরিস দেবির ছেলে জেনারেল মাহামাতকে অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।