আগামী মাসগুলিতে করোনা নিয়ন্ত্রণে আসবে’

0

লোকসমাজ ডেস্ক॥করোনা মোকাবিলায় যে উপকরণগুলি দেওয়া হয়েছে সেগুলি ন্যায্যতার সঙ্গে বিতরণ করা হলে আগামী মাসগুলিতে মহামারি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হবে বিশ্ব। সোমবার এক সংবাদ সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেডরস গেব্রিয়াসাস আধানম এ তথ্য জানিয়েছেন।
আধানম বলেছেন, ‘কয়েক মাসের মধ্যে মহামারি নিয়ন্ত্রণের মতো সরঞ্জাম আমাদের কাছে রয়েছে, যদি এগুলি আমরা ধারাবাহিকভাবে এবং সমভাবে প্রয়োগ করি।’
তবে সম্প্রতি বিশ্বব্যাপী ২৫-৫৯ বছর বয়সী ব্যক্তিদের মধ্যে করোনার সংক্রমণে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেছেন, ‘১০ লাখ মৃত্যুতে পৌঁছতে সময় লেগেছে ৯ মাস, চার মাসে ২০ লাখ পৌঁছেছে এবং তিন মাসে পৌঁছেছে ৩০ লাখে। বড় সংখ্যা আমাদের অনুভূতিহীন করতে পারে, তবে এগুলির মধ্যে প্রতিটি মৃত্যু পরিবার, সম্প্রদায় ও দেশের জন্য একটি দুর্ভাগ্য।’