রূপদিয়ায় যুবককে হত্যার চেষ্টার অভিযোগে এক ব্যক্তি আটক

0

স্টাফ রিপোর্টার॥ যশোর সদর উপজেলার রূপদিয়ায় পূর্বশত্রুতার জেরে মনিরুজ্জামান নামে এক যুবককে হত্যা চেষ্টার অভিযোগে আব্দুল হাই নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গত রোববার রাত ১১টার দিকে নরেন্দ্রপুর মোহাজের বটতলা এলাকা থেকে তাকে আটক করা হয়। তিনি নরেন্দ্রপুর পশ্চিমপাড়ার মৃত আব্দুল হক মোড়লের ছেলে।
নরেন্দ্রপুর গ্রামের বাসিন্দা আব্দুল খালেকের অভিযোগ, মনিরুজ্জামান তার ছেলে। আসামি আব্দুল হাই ও তার ভাই হাসানুর রহমান মিন্টুর সাথে তাদের জমাজমি নিয়ে পূবূশত্রুতা রয়েছে। এর জের ধরে গত ২৬ মার্চ সকালে রুপদিয়া বাজারের কলাপট্টিতে মনিরুজ্জামানকে পেয়ে আসামিরা তাকে মারপিট করে। তার গলা টিপে শ্বাসরোধে হত্যার চেষ্টা চালানো হয়। এছাড়া তারা তার কাছ থেকে ৬৫ হাজার ৫৫০ টাকা কেড়ে নেন। পরে মনিরুজ্জামানের চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করেন।
পুলিশ জানায়, এ ঘটনায় দুজনকে আসামি করে গত রোববার কোতয়ালি থানায় মামলা হয়েছে। পরে রাতে পুলিশ অভিযান চালিয়ে এজাহারভুক্ত আসামি আব্দুল হাইকে আটক করে।