যশোরের পুরাতন কসবায় সন্ত্রাসীর হামলায় এনটিভি’র ক্যামেরাপারসন আহত

0

স্টাফ রিপোর্টার॥ গতকাল সোমবার বিকেলে যশোর শহরের পুরাতন কসবা কাজীপাড়ায় সন্ত্রাসী হামলায় আহত হয়েছেন বেসরকারি টেলিভিশন এনটিভি’র ক্যামেরাপারসন শামীম রেজা। তার মোটরসাইকেলও ভেঙে দেয়া হয়েছে। ওই ঘটনায় কোতয়ালি থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে। তবে অভিযুক্ত সন্ত্রাসীকে আটক করতে পারেনি পুলিশ।
শামীম রেজা জানান, বিকেল সাড়ে ৪টার দিকে পুরাতন কসবা কাজীপাড়ার ডায়মন্ড প্রেসের মোড়ে তিনি এবং স্থানীয় একটি পত্রিকার একজন সাংবাদিক দাঁড়িয়ে কথা বলছিলেন। এ সময় সেখানে আসেন কাজীপাড়া সেলিম হোসেন ওরফে বোচা সেলিমের ছেলে সাকিব (৩৫)। তাদের সাথে কথা বলার এক পর্যায়ে সাকিব বলেন,‘কাল (১৮ এপ্রিল) ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পৌরপরিষদের প্রথম মিটিংয়ে মেয়রকে আজেবাজে কথা বলেছেন’। জবাবে তিনি (শামীম) বলেন,‘কই আমরা তো সেখানে ছিলাম, কেউ কোনো আজেবাজে কথা বলেনি’। এরই মধ্যে সেখান থেকে চলে যান স্থানীয় পত্রিকার ওই সাংবাদিক। এ সময় সাকিব তার উদ্দেশ্যে তেড়ে আসেন। ‘তুই বড় সাংবাদিক হয়েছিস’ এই কথা বলে তাকে গালিগালাজসহ চড় থাপ্পর এবং পরে লোহার রড দিয়ে মারপিট করেন সাকিব। তার মোটরসাইকেলও ভেঙে দেয়া হয়।
সহকর্মী আবুল কালাম আজাদ জানান, আহত শামীম রেজাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল থেকে চিকিৎসা দেয়া হয়েছে।
আহত শামীম রেজা জানান, তাকে মারপিট ও মোটরসাইকেল ভাঙচুরের ঘটনায় কোতয়ালি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
কোতয়ালি থানা পুলিশের ওসি তাজুল ইসলাম জানান, মারপিটের ঘটনায় মামলা হবে। অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে। #