মনিরামপুর চাল বাজারে আড়তদারদের দখলে ক্ষতি ক্ষুদ্র ব্যবসায়ীদের

0

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর)॥ যশোরের মনিরামপুর পৌরশহরের চাল বাজারে কতিপয় ব্যবসায়ীর বিরুদ্ধে সরকারি জায়গায় টিনের ছাউনি দিয়ে দখলের অভিযোগ উঠেছে। আর এ অভিযোগ রয়েছে চাল বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আশরাফ মোল্যাসহ বেশ কয়েকজন আড়ৎদারদের বিরুদ্ধে। সরকারি জায়গা বেদখল হওয়ায় বাজারের ক্ষুদ্র ব্যবসায়ীরা পড়েছেন মহাবিপাকে। এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য ভুক্তভোগীরা ইতিমধ্যে পৌরমেয়রসহ সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করেছেন।
মনিরামপুর পৌরশহরে থানার সামনে অবস্থিত চাল বাজারটি। এখানে পাইকারি এবং খুচরা মিলিয়ে মোট ব্যবসায়ী রয়েছে দেড় শতাধিক। এর মধ্যে পাইকার রয়েছে অর্ধশতাধিক। পাইকাররা সাধারণত তাদের আড়তে ব্যবসা করে থাকেন। অপরদিকে ক্ষুদ্র ব্যবসায়ীরা খোলা আকাশের নিচে চট পেতে ব্যবসা করে আসছেন। কিন্তু অভিযোগ রয়েছে চাল বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আশরাফ মোল্যা ও তার ভাতিজা আরিফুল ইসলাম তাদের আড়তের বাইরে সরকারি জায়গায় টিনের ছাউনি দিয়ে দখল করেছেন। শুধু আশরাফ মোল্যা অথবা আরিফুল ইসলাম নয়। তাদের মতো টিনের ছাউনি দিয়ে সরকারি জায়গা দখল করেছেন মিজানুর রহমান, মহিদুল ইসলাম, মফিজুর রহমান, কামরুল ইসলাম সহ প্রায় ২৫/২৬ জন ব্যবসায়ী। ফলে চাউল বাজারটি দিন দিন সংকুচিত হয়ে পড়ছে। যে কারনে ক্ষুদ্র ব্যবসায়ীরা পড়েছেন মহবিপাকে। জায়গার অভাবে ইতিমধ্যে ব্যবসা ছেড়ে দিয়েছেন মশিয়ার রহমান, আজগর আলী, ফারুক হোসেন, ইউনুচ আলীসহ বেশ কয়েকজন ক্ষুদ্র ব্যবসায়ী। মশিয়ার রহমানের অভিযোগ, কয়েকজন পাইকারী ব্যবসায়ী সরকারি জায়গায় টিনের ছাউনি দিয়ে দখল করায় তারা এখন ব্যবসা করতে পারছেন না। একই অভিযোগ করেন চাল বাজার ব্যবসায়ী সমিতির প্রতিষ্ঠাতাকালিন সদস্য হাজী আনিচুর রহমান, রবিউল ইসলাম রবি, সহসভাপতি শেখ আবু তাহের , সাধারণ সম্পাদক মোনায়েম মোড়লসহ অধিকাংশ ব্যবসায়ীরা। তাদের দাবি অতিসত্তর পৌরসভা কর্তৃপক্ষ এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নিয়ে আবারও সব ক্ষুদ্র ব্যবসায়ীদের ব্যবসা করার সুযোগ করে দেবেন।
এ ব্যাপারে চাল বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আশরাফ মোল্যা বলেন, কর্তৃপক্ষ বললে ভেঙে নিব।
ওয়ার্ড কাউন্সিলর আজিম উদ্দিন জানান, এ ব্যাপারে ভূক্তভোগী ব্যবসায়ীরা পৌরসভা কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেছেন।
পৌর মেয়র অধ্যক্ষ কাজী মাহামুদুল হাসান বলেন, ইতিমধ্যে চাল বাজারের অবৈধ দখলকারীদের উচ্ছেদের জন্য তিন দিনের সময় দিয়ে নোটিশ জারি করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে নিজ উদ্যোগে অপসারন না করলে কঠোরভাবে উচ্ছেদ করা হবে। সোমবার দুপুরে সরেজমিন গিয়ে দেখা যায় পৌরসভার নোটিশ পেয়ে পাইকারী ব্যবসায়ী আরিফুল ইসলাম তার আড়তের সামনে টিনের ছাউনি অপসারন করেছেন। তবে অন্য দখলকারীরা এখনও অপসারন করেননি।