কোটচাঁদপুরে আগুনে ভস্মীভূত ৬টি দোকান

0

কোটচাঁদপুর (ঝিনাইদহ) সংবাদদাতা ॥ কোটচাঁদপুর পৌর শহরে ৬টি দোকান ও একটি ঘি-এর কারখানা আগুনে ভস্মীভূত হয়েছে। ফায়ার সর্ভিসের তিনটি ইউনিট প্রায় ১ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। রবিবার রাত ৯টার দিকে এ আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার সাথে সাথে শহরের বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়।
কোটচাঁদপুর ফায়ার সার্ভিসের ইনচার্জ প্রদীপ কুমার বিশ্বাস বলেন, আমরা খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে এসে আগুন নেভানোর চেষ্টা করি। কিন্তু ওই স্থানে দাহ্য পদার্থ ও চটের বস্তার স্তুুপ থাকায় আগুন মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে। তিনি বলেন বাঁশ, কাঠ ও টিন দিয়ে তৈরি ৬ দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে তিনি মনে করেন। আগুনে পুড়ে যাওয়া ফুচকা হাউজের মালিক সাজ্জাদ হোসেন তার দোকান পুড়ে যাওয়া দেখে ঘটনাস্থলে জ্ঞান হারান। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ শাহিন ফায়ার সার্ভিস কর্মীদের সহযোগিতা করতে গিয়ে তিনিও আহত হন। তাকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাতেই কোটচাঁদপুর পৌর মেয়র শহিদুজ্জামান সেলিম হাসপাতালে আহতদের দেখতে যান।