পাইকগাছায় পিতাকে হত্যা ও সৎমায়ের জমি আত্মসাতের অভিযোগে সংবাদ সম্মেলন

0

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা ॥ পাইকগাছায় পিতাকে পরিকল্পিতভাবে হত্যা ও সৎমায়ের জমি আত্মসাতের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে পাইকগাছা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পাঠ করেন উপজেলার সোলাদানা ইউনিয়নের হরিখালী গ্রামের পঞ্চানন সানা।
তিনি বলেন, তার গর্ভধারিণী মা মারা যাওয়ার পর পিতা শিবপদ জবা রানী নামে এক নারীকে বিয়ে করেন। তার ঘরে দুটি কন্যা সন্তান জন্ম নেয়। আমার পিতার কিছু জমি সৎমা নিজ নামে কৌশলে লিখে নেন। কিছু দিন পর পিতার প্যারালাইসিস হলে অবশিষ্ট জমি আবারো লিখে নেওয়ার জন্য জোর করে ননজুডিসিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর করে নেন। পরবর্তীতে পার্শ্ববর্তী এক চিংড়ি ঘেরে পিতার মৃত দেহ পাওয়া যায়। ২৯ মার্চ আদালতে চারজনকে আসামি করে একটি হত্যা মামলা হয়েছে। আদালত মামলাটি তদন্তের জন্য পিবিআই খুলনাকে দায়িত্ব দিয়েছেন।