চৌগাছায় হার্ভেস্টার মেশিন প্রদান

0

চৌগাছা (যশোর) সংবাদদাতা॥ যশোরের চৌগাছায় সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় ৫০শতাংশ উন্নয়ন সহায়তায় ১টি হার্ভেস্টার প্রদান করা হয়েছে। রোববার উপজেলার নারায়ণপুর ইউনিয়নের চাঁদপাড়া গ্রামের কৃষক সিরাজুল ইসলামকে এই হার্ভেস্টার প্রদান করা হয়। উপজেলা কৃষি সম্প্রসারণ চৌগাছার আয়োজনে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে এই হার্ভেস্টার প্রদান করা হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার প্রকৌশলী এনামুল হক। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোস্তানিছুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এসএম হাবিবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ স¤পাদক ও ফুলসারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী মাসুদ চৌধুরী। উপজেলা কৃষি কর্মকর্তা রইচ উদ্দিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
উপজেলা কৃষি কর্মকর্তা রইচ উদ্দিন বলেন, উপজেলার চাঁদপাড়া গ্রামের কৃষক সিরাজুল ইসলামকে ২৩ লাখ টাকা মূল্যের একটি হার্ভেস্টার (ধান কাটা) মেশিন দেয়া হয় ১৩ লাখ টাকায়। যার ৫ লাখ টাকা নগদ এবং ৮ লাখ টাকা কিস্তিতে পরিশোধ করতে হবে।