পাইকগাছায় জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় বাড়ি ভাঙচুর ও আগুন, আহত ৩

0

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা ॥ পাইকগাছা উপজেলায় জমি নিয়ে বিরোধে বাড়ি-ঘর ভাঙচুর ও আগুন লাগিয়ে দিয়েছে প্রতিপক্ষ। হামলায় ৩জন নারী আহত হয়েছেন। তাদের পাইকগাছা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে লতা ইউনিয়নের বাইনচাপড়া গ্রামে।
জানা গেছে, লতা ইউনিয়নে হানিমুনকিয়ায় নুরুল ইসলামদের সাথে ইউনিয়ন পরিষদের সদস্য (ইউপি) পরান মীর গং দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছে। ‘ক’ তালিকাভুক্ত জমি হানি গ্রামের নূরুল ইসলাম, কামরুল ইসলাম এবং নাজমা খাতুন ইজারা নিয়ে ভোগ দখলে আছেন বলে জানা যায়। নুরুল ইসলাম জানিয়েছেন, শনিবার গভীর রাতে প্রতিপক্ষ পরান মীর, হানিফ মীর, রুবেল মীরসহ ২০/২৫ জন লোক বাড়ি ভাঙচুর ও আগুন লাগিয়ে দেয়। তাদের হামলায় ঝর্ণা বেগম (৪০), নাজমা বেগম (৩৩) ও আবিরুননেছা (৩৬) আহত হন। ইউপি সদস্য পরান মীর জানান, বর্তমান জরিপে তাদের নামে ২.৯১ জমি রেকর্ড হয়েছে। পুলিশ পরিদর্শক (তদন্ত) মোল্লা খালিদ হোসেন বলেন, উভয়পক্ষের লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।