লাশ কেটে ইতিহাস সৃষ্টিকারী গোবিন্দ দাস আর নেই

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর ২৫০ শয্যা হাসপাতালে মর্গে ময়না তদন্তকালে হাজার হাজার লাশ কেটে ইতিহাস সৃষ্টিকারী গোবিন্দ দাস আর নেই। গতকাল শনিবার তিনি পরলোকগমন করেছেন। দুপুর সাড়ে ১২টায় হাসপাতাল স্টাফ কোয়ার্টারে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। জরুরি বিভাগে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তন্ময় বিশ্বাস তাকে মৃত ঘোষণা করেন। তন্ময় বিশ্বাস জানিয়েছেন, গোবিন্দ দাস দীর্ঘদিন ধরে লিভার ক্যান্সারসহ বিভিন্ন রোগে ভুগছিনে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি স্ত্রী কল্যাণী রানা দাস এক পুত্র ও ৩ কন্যা রেখে গেছেন। গতকাল বিকেলে নীলগঞ্জ মহাশ্মশানে গোবিন্দ দাসকে সমাহিত করা হয়েছে।
সূত্র জানিয়েছেন, যশোর ২৫০ শয্যা হাসপাতালে প্রতিবছর দেড় হাজারেরও বেশি লাশের ময়না তদন্ত হয়। সে মোতাবেক চাকরি জীবনে গোবিন্দ দাস ময়না তদন্তের সময় হাজার হাজার লাশ কেটেছেন।