করোনায় আক্রান্ত, শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে কবরী

0

লোকসমাজ ডেস্ক॥দেশবরেণ্য অভিনেত্রী ও নির্মাতা কবরী সারোয়ার করোনায় আক্রান্ত হয়েছেন। গত সোমবার (৫ এপ্রিল) বিকেলে তার করোনা পজেটিভ হওয়ার রিপোর্টটি হাতে পান। তারপর সন্ধ্যায় শ্বাসকষ্ট হলে তাকে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ তথ্য মানবজমিনকে নিশ্চিত করেছেন কবরীর ব্যক্তিগত সহকারী এ.কে.এম. নূর উদ্দিন সরকার। তিনি জানান, বর্তমানে কবরী সারোয়ারকে ২৪ ঘন্টা কৃত্রিমভাবে অক্সিজেন দেওয়া হচ্ছে। উল্লেখ্য, ১৯৬৪ সালে সুভাষ দত্তের পরিচালনায় ‘সুতরাং’ সিনেমার নায়িকা হিসেবে অভিনয় জীবনের শুরু কবরীর। ‘নীল আকাশের নিচে’, ‘ময়নামতি’, ‘ঢেউয়ের পর ঢেউ’, ‘পরিচয়’, ‘অধিকার’, ‘বেঈমান’, ‘অবাক পৃথিবী’, ‘সোনালী আকাশ’, ‘অনির্বাণঃ, ‘দীপ নেভে নাই’সহ অর্ধশতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন কবরী। ২০০৬ সালে তার পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘আয়না’ মুক্তি পায়।