‘সাকিব-তামিমদের মতো তরুণদেরও সুযোগ দিতে হবে’

0

লোকসমাজ ডেস্ক॥বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বর্তমান স্তম্ভ বলা হয় তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহকে। এক যুগেরও বেশি সময় ধরে বাংলাদেশের ক্রিকেটে তারা রেখেছেন অবদান। ক্যারিয়ারের পড়ন্ত বেলায় তারা, তাদের শূন্যস্থান পূরণ হবে কাদের হাত ধরে সেই ভাবনা এখন স্বাভাবিক। সেটা মেনে নিয়েই ভবিষ্যতের জন্য দল সাজানোর ভাবনা জাতীয় দলের নির্বাচক হাবিবুল বাশার সুমনের।
আগামী ১২ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া শ্রীলঙ্কা সফরের দল নির্বাচনের বিষয়ে জানতে চাইলে এসব কথা বলেন হাবিবুল। সাকিব-তামিমদের অধ্যায় শেষের প্রস্তুতি এখন থেকে নেওয়ার পক্ষে তিনি, ‘একটা সময় আপনাকে মেনে নিতে হবে যে এরা চার জন খেলবে না। সেটা পাঁচ কিংবা ছয় বছর পরে যখনই হোক। এটা মাথায় রেখে প্রস্তুত হতে হবে। একটা সফর দিয়েই কিন্তু আপনি সেটা তৈরি করতে পারবেন না।’
দলের তরুণ ক্রিকেটারদের ব্যর্থতা দেখে চূড়ান্ত কোনও সিদ্ধান্ত নিতে চান না তিনি। তরুণদের সময় দেওয়া উচিত মনে করেন হাবিবুল, ‘নতুন যারা এসেছে তাদের সময় দিতে হবে। অন্তত ৬ মাস তো দিতে হবে। সেটাই কিন্তু আমরা চেষ্টা করছি, পুরোনোদের সঙ্গে নতুনদের আস্তে আস্তে তৈরি করা। কিন্তু আপনি যদি এখনই ধরে নেন এ হবে ও হবে না, তাহলে এটা আমাদের জন্যও মুশকিল, তাদের জন্যও মুশকিল। একটা না একটা সময় নতুন কাউকে আসতেই হবে।’
সাকিব-তামিমরাও যে হুট করে এমন ফর্মে আসেননি তা মনে করিয়ে দিলেন সাবেক অধিনায়ক, ‘আমরা নতুনদের কাছ থেকে সাকিব-তামিমের পারফরম্যান্স আশা করছি। এটা সবার দ্বারা সম্ভব হবে না। সাকিব- তামিমও কিন্তু এই অবস্থানে আসতে সময় নিয়েছে ২-৩ বছর, হয়তো আরও বেশি সময় লেগেছে। আমরা যদি ধৈর্য্য ধরি একটু সময় দেই… আমি বলছি ছেলেরা কিন্তু যথেষ্ট প্রতিভাবান।’
মুশফিকুর রহিমকে এই সফরে ফিট পাওয়ার ব্যাপারে আশাবাদী হাবিবুল, ‘ফিটনেস নিয়ে একটা চিন্তা বিষয় আছে। আমি যতটুক জানি মুশফিক ফিট হয়ে যাবে। আমরা ওকে পাবো। হাসান মাহমুদের ফিটনেস ইস্যু আছে, আমরা তার ফাইনাল রিপোর্ট আজকে বা কালকে পেয়ে যাবো। ফিটনেস ইস্যুর কারণেই আমরা দলটা এখনও দিতে পারিনি। আজ-কালকের মধ্যে সবার রিপোর্ট পেয়ে যাবো। এরপরই দল চূড়ান্ত করে ফেলবো।’