১০০ নাগরিকের টিকার ব্যবস্থা করলেন ঋতাভরী

0

লোকসমাজ ডেস্ক॥১০০ জন দুঃস্থ প্রবীণ নাগরিককে করোনার টিকা দেওয়ানোর ব্যবস্থা করলেন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। দেশজুড়ে ক্রমাগত বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। দেশের বিভিন্ন প্রান্তে চলছে করোনার টিকা করণ। রাজ্যেও সরকারি, বেসরকারি উদ্যোগে দেওয়া হচ্ছে করোনার টিকা। মূলত প্রবীণ নাগরিকদেরই করোনার টিকা দেওয়া হচ্ছে। এই পরিস্থিতিতে দত্তাবাদ বস্তির ১০০ জন দুঃস্থ প্রবীণ নাগরিককে করোনার টিকা দেওয়ানোর ব্যবস্থা করলেন অভিনেত্রী। বন্ধু রাহুল দাশগুপ্তকে সঙ্গে নিয়ে শনিবার ঋতাভরী শহরের এক বেসরকারি হাসপাতালে এই টিকাকরণের ব্যবস্থা করেন। যার একটি ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করেছেন তিনি।
যেখানে দাঁড়িয়ে থেকে ঋতাভরীকে তদারকি করতে দেখা যাচ্ছে। ভিডিওটি পোস্ট করে ঋতাভরী লিখেছেন, বন্ধু রাহুলের পাশাপাশি তার মা শতরূপা সান্যাল পাশে না থাকলে তিনি এই উদ্যোগে সফল হতেন না। পাশাপাশি ওই বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষকেও ধন্যবাদ জানিয়েছেন অভিনেত্রী। প্রসঙ্গত, ঋতাভরী চক্রবর্তীকে অবশ্য এর আগেও বহু সমাজসেবা মূলক কাজে অংশ নিতে দেখা গিয়েছে। তার একটি স্বেচ্ছাসেবী সংস্থা রয়েছে, যেটি মূক ও বধির শিশুদের জন্য কাজ করে।