ইসরায়েলের সঙ্গে চুক্তির পক্ষে সাফাই গাইলো সৌদি

0

লোকসমাজ ডেস্ক॥ইসরায়েলের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক স্বাভাবিকে চুক্তি হলে মধ্যপ্রাচ্য সুবিধা পাবে। বৃহস্পতিবার সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদ এ মন্তব্য করেছেন।
তিনি বলেছেন, ‘এই চুক্তি শান্তি প্রক্রিয়ায় বিস্তৃত উন্নয়নের ওপর নির্ভর করবে।’
সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে ফয়সাল বিন ফারহান বলেছেন, ‘ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকের মর্যাদা এই সমগ্র অঞ্চলের জন্য অসাধারণ সুবিধা বয়ে আনবে। এটি অর্থনৈতিক, সামাজিকত ও নিরাপত্তা ক্ষেত্রে অত্যন্ত সহায়ক হবে।’
তবে তিনি জানান, চুক্তির বিষয়টি তখনই সম্ভব হবে যখন ১৯৬৭ সালের ফিলিস্তিনের যে সীমান্ত ছিল সেই অবস্থায় ফিরে যাওয়া যায়।
এর আগে গত বছর প্রিন্স ফয়সাল বলেছিলেন, ‘শান্তিচুক্তি বাস্তবায়নে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে সম্মানের সঙ্গে ফিলিস্তিন রাষ্ট্র মেনে নেওয়া এবং ফিলিস্তিনিদের কাছে গ্রহণযোগ্য স্বার্বভৌম ব্যবস্থা মেনে নেওয়া।’
ফিলিস্তিনিদের তীব্র প্রতিবাদ সত্ত্বেও গত বছরের সেপ্টেম্বরে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন ইসরায়েলের সঙ্গে শান্তিচুক্তি করে। এর পরপর সুদান ও মরোক্কো চুক্তি করে ইসরায়েলের সঙ্গে। ওই সময়ই গুঞ্জন ওঠে, ইসরায়েলের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে সৌদি আরব।