বাধা পেরিয়ে ফারিয়া

0

লোকসমাজ ডেস্ক॥অবশেষে নানা বাধা অতিক্রম করে জি-ফাইভে গতকাল মুক্তি পেয়েছে দুই বাংলার অভিনেত্রী নুসরাত ফারিয়ার ওয়েব চলচ্চিত্র ‘যদি কিন্তু তবুও’। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন শিহাব শাহিন। এতে প্রথমবারের মতো জিয়াউল ফারুক অপূর্বের সঙ্গে জুটি বেঁধেছেন এই অভিনেত্রী। একেবারে বিনা পয়সায় দেখার সুযোগ করে দিয়েছে সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান। এই ছবির শুটিংয়ের শুরু থেকে শেষ পর্যন্ত ছিল একের পর এক বাধার গল্প। গত বছরের শুরুর দিকে ছবিটির ঘোষণা আসে। নতুন জুটি অপূর্ব-ফারিয়া। কিন্তু করোনার কারণে কয়েক দফায় বাতিল হয়েছিল ছবির শুটিং।
ছবির শুটিংয়েই করোনা আক্রান্ত হন অপূর্ব-ফারিয়া দু’জনই। পরিচালক তো বলেই ফেলেছেন এটি তার করোনাজয়ী প্রোডাকশন। ছবিতে প্রীতি চরিত্রের অভিনেত্রী ফারিয়া বলেন, করোনা থেকে সেরে উঠে আমরা শুটিং শুরু করলাম, এরমধ্যে ‘বঙ্গবন্ধু’র ডেট পড়ে গেল। মনে আছে শেষের দিন রাত সাড়ে ৩টা পর্যন্ত শুটিং করেছি। পরদিন সকাল সাড়ে ৭টায় আমাকে মুম্বইয়ের ফ্লাইট ধরতে হয়েছে। এরআগে চলচ্চিত্রে শাকিব খান, আরিফিন শুভ, সিয়াম, জিৎ, অঙ্কুশ হাজরার নায়িকা হয়েছেন ফারিয়া। সেই ফারিয়া প্রথমবার অপূর্বর সঙ্গে অভিনয় করে ভীষণ উচ্ছ্বসিত। চলচ্চিত্রটি মুক্তি পাওয়ার বেশি সময় না গেলেও এই অভিনেত্রী তার সহকর্মী ও ভক্তদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাচ্ছেন। ফারিয়া জানান, এখন পর্যন্ত যারা এই সিনেমাটা দেখেছেন তারা প্রশংসা করছেন। অনেক পরিশ্রম করে এর শুটিং করেছি। এখন দর্শকদের ওপর বাকিটা। এদিকে ‘বঙ্গবন্ধু’ ছবির শুটিং করতে চলতি মাসেই আবার মুম্বই যাবেন ফারিয়া। এতে ১৮ থেকে ২৯ বছর বয়সী শেখ হাসিনার চরিত্রে অভিনয় করছেন তিনি। ছবিতে শ্যাম বেনেগালের মতো খ্যাতিমান পরিচালকের সঙ্গে কাজের সুযোগ তার অভিনয় জীবনের বিশেষ প্রাপ্তি বলে মনে করেন ফারিয়া। এ ছাড়া তার হাতে রয়েছে ‘অপারেশন সুন্দরবন’, ‘পাতালঘর’, ‘ঢাকা ২০৪০’ এবং কলকাতার ‘বিবাহ অভিযান টু’ ও ‘ভয়’ ছবিগুলো।