হিলিতে পেঁয়াজের পাইকারি ও খুচরা দাম কমেছে

0

লোকসমাজ ডেস্ক॥রমজানকে ঘিরে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি বাড়ায় সপ্তাহের ব্যবধানে পাইকারি ও খুচরায় পেঁয়াজের দাম কমতে শুরু করেছে। পাইকারিতে কেজিপ্রতি ৩-৬ টাকা কমলেও খুচরায় কমেছে ৮-১০ টাকা। এদিকে নিত্যপ্রয়োজনীয় মসলাজাতীয় পণ্যটির দাম কমায় স্বস্তি ফিরেছে সাধারণ মানুষের মাঝে। পেঁয়াজ আমদানির এমন ধারা অব্যাহত থাকলে রমজানে দাম বাড়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন ব্যবসায়ী ও আমদানিকারকরা।
সরেজমিন হিলি বাজার ও আমদানিকারকদের গুদাম ঘুরে দেখা গেছে, এক সপ্তাহ আগে হিলি স্থলবন্দরে পাইকারিতে প্রতি কেজি পেঁয়াজ ২৩-২৬ টাকায় বিক্রি হলেও বর্তমানে তা কমে ২০-২৩ টাকায় বিক্রি হচ্ছে। এদিকে হিলি বাজারে খুচরায় এক সপ্তাহ আগে প্রতি কেজি পেঁয়াজ ২৮-৩০ টাকায় বিক্রি হলেও বর্তমানে তা বিক্রি হচ্ছে ২০-২২ টাকায়। এছাড়া দেশীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ২৮-৩০ টাকা কেজি দরে। গত সাতদিনে হিলি স্থলবন্দর দিয়ে সাড়ে তিন হাজার টন পেঁয়াজ আমদানি হয়েছে।
হিলি স্থলবন্দরের পেঁয়াজ আমদানিকারক হারুন উর রশীদ ও পেঁয়াজ ব্যবসায়ী রবিউল ইসলাম জানান, ভারতের নিষেধাজ্ঞা প্রত্যাহারের ফলে সাড়ে তিন মাস বন্ধের পর গত ২ জানুয়ারি পেঁয়াজ আমদানি শুরু হয়। তবে পেঁয়াজ আমদানিতে শুল্ক আরোপ ও দেশীয় পেঁয়াজের দাম কম হওয়ার কারণে কয়েক দিন আমদানির পর পড়তা না থাকায় ২৭ জানুয়ারি থেকে পুনরায় আমদানি বন্ধ হয়ে যায়।
হিলি বাজারে পেঁয়াজ কিনতে আসা নাজমা বেগম বলেন, কিছুদিন পূর্বে পেঁয়াজের দাম বেশ বেড়ে গিয়েছিল যার কারণে আমাদের মতো নিম্ন আয়ের মানুষকে বেশ দুর্ভোগ পোহাতে হয়েছিল। এখন পেঁয়াজের দাম অনেকটা কমে এসেছে যার কারণে আমাদের বেশ সুবিধা হয়েছে।
সম্প্রতি দেশীয় পেঁয়াজের সরবরাহ কম ও দাম ঊর্ধ্বমুখী হওয়ায় ৪ মার্চ পুনরায় বন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়। শুরুতে আমদানি কম হলেও আসন্ন রমজানকে ঘিরে দেশের বাজারে বাড়তি চাহিদার কথা মাথায় রেখে পেঁয়াজ আমদানির পরিমাণ বাড়িয়েছেন আমদানিকারকরা।
আগে বন্দর দিয়ে প্রতিদিন চার-পাঁচ ট্রাক পেঁয়াজ আমদানি হলেও বর্তমানে ২০-২৫ ট্রাক করে আমদানি হচ্ছে। এতে দেশের বাজারে সরবরাহ বাড়ায় পেঁয়াজের দাম আগের চেয়ে কমেছে। তবে পেঁয়াজ আমদানিতে সরকার আইপি ইস্যু বন্ধ রেখেছে। আগে যাদের আইপি রয়েছে সেগুলোর মাধ্যমে পেঁয়াজ আমদানি হচ্ছে। এটি খুলে দেয়া না হলে আইপি জটিলতার কারণে রমজানে পেঁয়াজ আমদানির পরিমাণ কমলে দেশে পেঁয়াজের দাম বাড়তে পারে বলেও জানিয়েছেন তারা।