মঞ্চে বেজে উঠল জাতীয় সঙ্গীত, হুইলচেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন মমতা

0

লোকসমাজ ডেস্ক॥ নন্দীগ্রামে গিয়ে পায়ে আঘাত পেয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর থেকেই হুইলচেয়ারে বসেই নির্বাচনী প্রচারণায় অংশ নেন। এবার সেই নন্দীগ্রামে এসেই জাতীয় সঙ্গীত গাইতে হুইলচেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন তিনি। খবর আনন্দবাজার।
মঙ্গলবার (৩০ মার্চ) নন্দীগ্রামের টেঙ্গুয়ায় তৃণমূলের জনসভায় যখন মঞ্চে জাতীয় সঙ্গীত বেজে ওঠে, তখন মমতা হুইলচেয়ার ছেড়ে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেন। এরপরই তিনি নিজেই হুইলচেয়ার থেকে উঠার চেষ্টা করেন। কিন্তু তার পক্ষে একা দাঁড়ানো সম্ভব হচ্ছিল না। তখন নিরাপত্তারক্ষী এবং দলীয় সহকর্মীদের সাহায্য নিয়ে উঠে দাঁড়ান।
এসময় নেতাকর্মীদের উদ্দেশে মমতা বলেন, ‘হাত জোড় করে জাতীয় সঙ্গীত গাও। আমি ঠেস দিয়ে আছি, পড়ব না।’ এরপর এক পায়ে হুইলচেয়ারে ঠেস দিয়ে দাঁড়িয়েই জাতীয় সঙ্গীত গাইতে শুরু করেন মুখ্যমন্ত্রী।
উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের প্রচারে গিয়ে গত ১০ মার্চ নন্দীগ্রামে বিরুলিয়া বাজারের কাছে আহত হন মমতা। তিনি পায়ে আঘাত পান। এরপর থেকেই হুইলচেয়ারে করে চলাফেরা করছেন মুখ্যমন্ত্রী।