যশোর শহরতলীতে মাদকসেবীদের হামলায় একই পরিবারের সাতজন আহত

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরতলীর বাহাদুরপুরে গতরাতে মাদকসেবীদের হামলায় স্বামী-স্ত্রীসহ একই পরিবারের ৭ জন আহত হয়েছেন। বাড়ির পাশে গাঁজা খাওয়ার প্রতিবাদ করার কারণে এ হামলা চালানো হয়েছে বলে আহতরা অভিযোগ করেছেন। আহতরা হচ্ছেন, বাহাদুরপুরের রাজমিস্ত্রি মাসুম কবির (৩০), তার স্ত্রী শেফালী (২৫), আবুল কালাম আজাদ (৪৫) তার স্ত্রী সালমা (৪০), ছেলে মাসুম (২৫), আসলাম হোসেন (৪৫) ও তার স্ত্রী রাবেয়া (৪০)। মাসুম কবির জানিয়েছেন, গতকাল রাত ৮টার দিকে তিনি কাজ শেষে বাড়ি ফিরছিলেন। এ সময় একই গ্রামের নূর নবী, বেল্লাল, মঞ্জু, রাশেদসহ কয়েকজন বাহাদুরপুর বাঁশতলায় তার ওপর হামলা চালায় এবং বেদম প্রহার করে। এ সময় তার কাছে থাকা অন্য লেবারদের ৫ হাজার টাকা নিয়ে নেয়। তখন তিনি (মাসুম কবির) চিৎকার করলে বাড়ির লোকজন তাকে উদ্ধার করতে আসে। এ সময় তারা সকলের ওপর হামলা চালায় এবং মারপিট করে। এতে নারী-পুরুষসহ ৭ জন আহত হন। পরে হামলাকারীরা তাদের বাড়িতে গিয়েও তাণ্ডব চালায়। এ পরিস্থিতি দেখে লোকজন প্রাণ ভয়ে পালিয়ে যায়। মাসুম কবিরসহ আহত অন্যরা জানিয়েছেন, হামলাকারীরা মাদকসেবী, মাসুম কবিরের বাড়ির পাশের গলিতে তারা গাঁজা সেবন করে। এতে বাড়ির লোকজন অস্বস্তিবোধ করেন এবং প্রতিবাদ জানান। ফলে, তারা ক্ষিপ্ত হয়ে ওঠে এবং গতকাল সুযোগ বুঝে হামলা চালায়। এর আগে বাড়ির মহিলাদেরও তারা মারপিট করে বলে মাসুম কবির জানিয়েছে। আহতরা যশোর ২৫০ শয্যা হাসপাতাল হতে চিকিৎসা নিয়েছেন।