অসুস্থ পিতাকে দেখে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় পুত্র নিহত

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরতলীর বাহাদুরপুরে সড়ক দুর্ঘটনায় জাহিদ হাসান (৩৫) এক যুবলীগ নেতা নিহত ও তার ভাইঝি আহত হয়েছেন। আশংকাজনক অবস্থায় তাকে ঢাকায় নেয়া হয়েছে। গতকাল দুপুুরে হাসপাতাল থেকে রোগী দেখে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। নিহত জাহিদ হাসান যশোর সদর উপজেলার ৪নং নওয়াপাড়া ইউনিয়নের পাঁচবাড়িয়া গ্রামের আজিজুর রহমানের পুত্র এবং ৩নং ওয়ার্ড যুবলীগের সভাপতি। তার চাচাতো ভাই বাবুল হাসান জানিয়েছেন, জাহিদ হাসানের পিতা আজিজুর রহমান (৬৫) অসুস্থ। তিনি শহরের কুইন্স হসপিটালে চিকিৎসাধীন রয়েছেন। সেখানে রোগীর দেখভাল করছিল জাহিদ হাসানের ভাইঝি নাওমী (১১)। নাওমী তৌহিদ হাসানের কন্যা এবং পাঁচবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী।
বাবুল হাসান জানিয়েছেন, হাসপাতালের অসুস্থ পিতাকে দেখে জাহিদ হাসান তার ভাইঝি নাওমীকে নিয়ে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। এ সময় বিপরীত দিক থেকে বরযাত্রীবাহী একটি প্রাইভেটকার ও মাইক্রোবাস যশোর শহর অভিমুখে আসছিল। জাহিদ হাসান বাহাদুরপুরে সেমকো সিএনজি পাম্পের সামনে পৌঁছুলে প্রাইভেটকার তার মোটরসাইকেলে সজোরে ধাক্কা দিলে জাহিদ হাসান ও তার ভাইঝি নাওমী রাস্তার উপর ছিটকে পড়ে। এ সময় মাইক্রোবাসটি এসে তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। মাইক্রোবাসের চাপায় জাহিদ হাসান ঘটনাস্থলে নিহত ও নাওমী গুরুতর আহত হয়। পরে তার বোন মেহেরুননেছা এসে তাদের উদ্ধার করার পর যশোর ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে আসেন। এ সময় জরুরি বিভাগের চিকিৎসক জাহিদ হাসানকে মৃত ঘোষণা করেন এবং নাওমীকে হাসপাতালে ভর্তি করেন। দেলোয়ার হোসেন জানিয়েছেন, হাসপাতালে আনার বেশ আগেই তার মৃত্যু হয়েছে। নাওমীর অবস্থা গুরুতর। তাকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকায় নেয়া হয়। প্রত্যক্ষদর্শী বাহাদুরপুরের সালাউদ্দিন মিঠু জানিয়েছেন, বিয়ের প্রাইভেটকারে মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে তারা ২ জন রাস্তার উপর পড়ে যায়। পরে পেছনে থাকা মাইক্রোবাসটি এসে তাদের চাপা দিলে এ হতাহতের ঘটনা ঘটে। এদিকে, দুর্ঘটনার সংবাদ শুনে জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলনসহ পাঁচবাড়িয়া এলাকার শত শত মানুষ নিহত ও আহতকে দেখার জন্য হাসপাতালে ভীড় জমান।