বাসে ‘আগুন দেওয়ার পরিকল্পনা’, নিপুন রায় চৌধুরী গ্রেফতার

0

লোকসমাজ ডেস্ক॥ রাজধানীতে বাসে আগুন দিয়ে নাশকতার পরিকল্পনা ও ষড়যন্ত্রের অভিযোগে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং নারী ও শিশু অধিকার ফোরামের সদস্য সচিব অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরীকে গ্রেফতার করেছে র‌্যাব। রবিবার রাতে নিপুন রায় চৌধুরীকে সহযোগীসহ রায়ের বাজার থেকে গ্রেফতার করা হয় বলে দেশ রূপান্তরকে জানান র‌্যাবের গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। তবে এর আগে বিএনপির প থেকে বলা হয়, নিপুন রায় চৌধুরীকে তার রায়ের বাজার বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। রবিবার সন্ধ্যায় নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন বিএনপির দপ্তরের সাময়িক দায়িত্বপ্রাপ্ত নেতা ও ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
তিনি বলেন, ‘আমরা গভীর উদ্বেগ ও উৎকণ্ঠার সঙ্গে জানাচ্ছি যে, নিপুন রায় চৌধুরীকে ডিবি পুলিশ পরিচয়ে সাদা পোশাকধারী প্রচুরসংখ্যক ব্যক্তি আকস্মিকভাবে বিনা ওয়ারেন্টে আটক করে নিয়ে যায়। এ পর্যন্ত বিভিন্ন থানা এবং ডিবি অফিস সংশ্লিষ্ট স্থানে খোঁজখবর নিলেও তার খোঁজ পাওয়া যাচ্ছে না’। তিনি বলেন, ‘বিএনপি এ বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে এবং অবিলম্বে নিপুন রায় চৌধুরীর সন্ধান ও তার নিঃশর্ত মুক্তি দাবি করছে। একই সঙ্গে আমরা অবিলম্বে সরকারের প্রতি এই সর্বনাশা খেলা বন্ধ করার উদাত্ত আহ্বান জানাচ্ছি।’ বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বিকেলে সাংবাদিকদের জানিয়েছিলেন, বিকেলে তার রায়ের বাজার বাসা থেকে তার পুত্রবধূ ও বিএনপি নেত্রী নিপুনকে বাসা থেকে তুলে নিয়ে গেছে আইনশৃঙ্খলা বাহিনী।