মাদ্রাসা ছাত্র নিখোঁজ

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর সদর উপজেলার খোজারহাট-বিজয়নগর দারুল উলুম কওমিয়া মাদ্রাসার আশিকুর রহমান (১১) নামে একজন ছাত্র নিখোঁজ হয়েছে। স্বজনেরা জানান, চুড়ামনকাটি দক্ষিণপাড়ার মৃত ওয়াজেদ আলী গাজীর ছেলে আজিজুল ইসলামের ছেলে আশিকুর রহমান খোজারহাট-বিজয়নগর দারুল উলুম কওমিয়া মাদ্রাসায় লেখাপড়া করে। গত শনিবার সকাল আটটার দিকে সে বিজয়নগর গ্রামে লজিং মাস্টার সাইফুল ইসলামের বাড়িতে খাবার খাওয়ার কথা বলে মাদ্রাসা থেকে বের হয়। কিন্তু সে সেখানে যায়নি। নিজ বাড়িতেও যায়নি। এমনকী মাদ্রাসাতেও ফিরে আসেনি। স্বজনেরা সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করে তার সন্ধান পাননি। ফলে ছেলের কোনো সন্ধান না পেয়ে আজিজুল ইসলাম কোতয়ালি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। তাছাড়া যদি কোনো সহৃদয় ব্যক্তি তার সন্ধান পান তাহলে তাকে ০১৯১৭-২২৭৬০৬ মোবাইল ফোন নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।