ফুলতলায় দু দিনব্যাপী উন্নয়ন মেলা সম্পন্ন

0

ফুলতলা (খুলনা) সংবাদদাতা ॥ ফুলতলায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে দুই দিনব্যাপী উন্নয়ন মেলা শেষ হয়েছে। রবিবার বিকেলে উপজেলা পরিষদ চত্বরে সমাপনী অনুষ্ঠান হয়। ইউএন সাদিয়া আফরিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ শেখ আকরাম হোসেন। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রুলী বিশ্বাস, মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী জাফর উদ্দিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কে এম জিয়া হাসান তুহিন, থানার অফিসার ইনচার্জ মাহাতাব উদ্দিন। পরে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।