ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত

0

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥ ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তাসহ ৪ জন নিহত হয়েছেন। ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কাঁচেরকোল, লাঙ্গলবাঁধ, কোটচাঁদপুর-চৌগাছা সড়কের উত্তরপাড়া ও কালীগঞ্জ উপজেলার কেয়াবাগান নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, পাবনার সাথিয়া উপজেলা ব্র্যাক ব্যাংকের অডিট অফিসার মাগুরা সদর উপজেলার ছত্রকান্দি গ্রামের হাশেম উদ্দীনের ছেলে জিল্লুর রহমান (৪৫), শৈলকুপার ধলহরচন্দ্র ইউনিয়নের উলুবাড়িয়া গ্রামের মকবুল মন্ডলের ছেলে সাইফুল ইসলাম ওরফে লাল মন্ডল (৩৬), কোটচাঁদপুরের নওদাগ্রামের আব্দুল ওয়াদুদের ছেলে স্থানীয় কামিল মাদ্রসার ছাত্র হাফেজ ইকতিয়ার উদ্দীন ও কালীগঞ্জের আগমুন্দিয়া গ্রামের মো. আশাদুলের শিশু সন্তান আবু হুরাইরা। পুলিশ জানায়, শনিবার সন্ধ্যায় ব্যাংক কর্মকর্তা জিল্লুর রহমান মোটরসাইকেলযোগে নিজ বাড়ি থেকে পাবনার সাথিয়া যাচ্ছিলেন। পথে শৈলকুপার কাঁচেরকোল গ্রামের কাছে তার মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা খায়। এতে তিনি গুরুতর আহত হন। তাকে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে রাতে মারা যান। একই দিন সন্ধ্যায় শৈলকুপা উপজেলার লাঙ্গলবাঁধ বাজারের হাজী মার্কেটের সামনে ট্রাকের ধাক্কায় নিহত হন সাইফুল ইসলাম লাল। এদিকে মাদ্রাসা ছাত্রদের জন্য বাজার করতে গিয়ে হাফেজ ইকতিয়ার কোটচাঁদপুর-চৌগাছা সড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় একটি মোটরসাইকেল ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। রাতে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। অপরদিকে কালীগঞ্জ হাইওয়ে পুলিশের ওসি মেজবাহ উদ্দীন জানান, শনিবার কালীগঞ্জ-যশোর সড়কের কেয়াবাগান নামক স্থানে শিশু আবু হুরাইরা দাঁড়িয়ে ছিল। এ সময় দ্রুতগামী ট্রাক শিশুটিকে পিষ্ট করে চলে যায়। ফলে ঘটনাস্থলেই সে মারা যায়।